ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডের জালে বেলজিয়ামের গোল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৫২, ১৪ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও বেলজিয়াম। শুরুতেই সেন্টপিটার্সবার্গে ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম। খেলার মাত্র ৪ মিনিটের মাথায় টমাস মুনিয়ের ইংল্যান্ডের জালে গোল করে দলকে এগিয়ে নেন। 

দুই দলই রাশিয়া বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়েই এসেছিল। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির বিদায়ের পর ইংল্যান্ড কিংবা বেলজিয়ামের হাতেই শিরোপা দেখছিলেন অনেকেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুই ফেবারিটকে আজ মাঠে নামতে হলো রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে। লড়াই হচ্ছে রোমেলু লুকাকু বনাম হ্যারি কেনের। 

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারানো বেলজিয়াম। অন্যদিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারানো ক্রোয়েশিয়া।

কোয়ার্টার ফাইনালে দুই হলুদ কার্ডের কারণে সেমিতে না খেলা থমাস মিউনিয়ার ফিরেছেন। তাছাড়া ফেলাইনির পরিবর্তে সুযোগ পেয়েছেন টাইলিমান্স।

অন্যদিকে, ইংল্যান্ড একাদশে অনেকগুলো পরিবর্তন এসেছে। ডিফেন্ডার কাইল ওয়াকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফিল জোনস। তাছাড়া ড্যানি রোজ, লফটাস-চেক, ফাবিয়েন ডেলফ, এরিক ডায়ারও ইংল্যান্ডের একাদশে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (গোলকিপার), রোজ, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ফিল জোনস, ফাবিয়েন ডেলফ, এরিক ডায়ার, লফটাস-চেক, হ্যারি কেইন (অধিনায়ক), রাহিম স্টার্লিং।

বেলজিয়াম একাদশ : থিবাত কর্তোয়া (গোলকিপার), ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, টাইলিমান্স, মিউনিয়ার, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড ও নাসের চ্যাডলি।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি